ঢাকার নবাবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সচেতনতাম‚লক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুযারি) দুপুরে দেড়টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভায় চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজ, ক্লিনিক মালিক, পল্লী চিকিৎসক, এনজিও কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী, রোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি হলো উন্নয়নের প্রতিবন্ধকতা। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির শিকর ছড়িয়ে পড়েছে। তাই প্রথমে নিজের আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা, দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থানের মতামত তুলে ধরেন। সেই সাথে দুর্নীতি থেকে নিজেকে সরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করা হয়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেজবাহ আহমেদ, উপজেলা ক্লিন্কি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য একেএম নাসির উদ্দিন, বিল্পব ঘোষ, সাংবাদিক সাহিদুল হক খান ডাবলু, খালিদ হোসেন সুমন, শাহীনুর রহমান প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply