সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিচ্ছিœ্ভাবে উদযাপন করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দয়াময় বাড়ৈ, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ প্রমুখ।
সভায় পূজা মÐপের নিরাপত্তায় প্রশাসন ও পূজারীদের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাম্প্রদায়িক গুজবসহ অপ্রীতিকর ঘটনার মোবাবিলায় সতর্ক থাকার আহŸান জানানো হয়।
পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, এবছর নবাবগঞ্জ উপজেলায় ১৯৪টি মÐপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
You cannot copy content of this page
Leave a Reply