ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দলিল লেখকরা কলমবিরতি পালন করেছেন। উৎসেকর বৃদ্ধির প্রতিবাদে এ কলমবিরতি পালন করেন বলে জানান দলিল লেখক সমিতির সদস্যরা।
উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, দলিল লেখক সমিতির শতাধিক সদস্য সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কলমবরিতি পালন করেছেন। তাদের দাবি হঠাৎ করে উৎসেকর দ্বিগুণ করা ও কাঠাপ্রতি জমির উৎসেকর সর্বনিম্ন ৫০ হাজার টাকা নির্ধারণ করায় এ কলম বিরতি পালন করেন তারা।
দলিল লেখক সমিতির সদস্য মো. বাবু বলেন, উৎসেকর কমানো না হলে তারা এ কমলবিরতি চালিয়ে যাবেন।
তবে হঠাৎ করে উৎসেকর বৃদ্ধির কারণে গরিব অসহায়, হতদরিদ্র এবং নদী ভাঙনকবলিত মানুষরা বেকায়দায় পড়বে বলে মনে করছেন ভূমি ব্যবসায়ীসহ সচেতন মহল। তারা বলেন, উৎসেকর বৃদ্ধির কারণে দরিদ্র মানুষরা জমি ক্রয় করতে পারবে না রেজিস্ট্রি খরচ জোগাতেই তাদের কষ্ট হবে।
এ বিষয়ে উপজেলা সাবরেজিস্ট্রার আবুল কালাম আজাদ বলেন, দলিল লেখক সমিতির সদস্যরা কলমবিরতি পালন করায় আজ কোনো দলিল রেজিস্ট্রি হয়নি।
You cannot copy content of this page
Leave a Reply