“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব”- এই স্লোগানকে ধারণ করে শনিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। নানা আয়োজনের পাশাপাশি বেলা ১১ টায় র্যালি ও পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার সকল পর্যায়ে উন্নত সেবার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিসমত ভূইয়া, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদার, ইউপি চেয়ারম্যান সাফিল উদ্দিন মিয়া, হাজী ইব্রাহিম খলিল, উপজেলা কৃষক লীগ আহবায়ক সাদের হোসেন বুলুসহ আরও অনেকে।
এসময় নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, সারা দেশে খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং হিজড়া ৯২৪ জন।
You cannot copy content of this page
Leave a Reply