ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ‘জনগণের কথা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মার্চ) দুপুরে নবাবগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ সভা করা হয়।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু এতে প্রধান অতিথি ছিলেন।
সভার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. সাইদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন অর রশিদ, বিভাগীয় তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না।
বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।
You cannot copy content of this page
Leave a Reply