ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেশীয় চোলাই মদসহ মো. মহসিন(৫৫), মো. ইদ্রিস আলী(৬০) ও শেখ এবাদুল ইসলাম(৪৫) নামের তিন জনকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার হাড়ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে এএসআই(নি.) শিমুল শাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হাড়ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. মহসিন, মো. ইদ্রিস আলী ও শেখ এবাদুল ইসলামকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ সহ আটক করে পুলিশ।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। মাদক বিরোধী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply