নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে ১০ ব্যক্তিকে সাপে কামড় দিয়েছে। আক্রান্তের পর তারা সবাই নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন নিয়েছে। গত দু’দিনে দশজনকে সাপে কামড়ের বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শুক্রবার ও শনিবার সাপে কামড়ের পর তারা সবাই চিকিৎসা নিয়েছেন। তবে রাসেলস ভাইপার বা অন্য কোন প্রজাতির সাপে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। যারা সাপে কামড়ে আক্রান্ত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা সবাই প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। কেউ শিক্ষার্থী, আবার কেউ কৃষক। বাড়িতে কাজের সময় বা সড়কে হাঁটার সময় তাদেরকে বিষধর সাপে কামড় দেয়।এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, যারা আক্রান্ত হয়েছেন, সবাইকে দু থেকে তিনদিন ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হবে। প্রতিনিয়ত তাদেরকে পরীক্ষা করে দেখা হচ্ছে, কোনো ধরনের বিষাক্ত জীবাণু আছে কী না।তিনি আরও বলেন, পরিপূর্ণ সুস্থ হলে তাদেরকে রিলিজ দেওয়া হবে। প্রত্যন্ত এলকার বাসিন্দাদের যে কোন কাজে বের হলে সতর্ক থাকতে হবে এবং সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব হাসপাতালে চিকিৎসা নিয়ে ভ্যাকসিন দিতে হবে।
You cannot copy content of this page
Leave a Reply