ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের মাইলাইল এলাকায়, সরকারি সড়কের ক্ষতিসহ আবাদী কৃষিজমির মাটি ভেকু দিয়ে উত্তোলন করে, ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রির অপরাধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে
মো.বেলাল হোসেন ও মো. রবিউল নামে দুইজনকে ২ জনকে আটক করেছে। এছাড়া মাটি বিক্রির কাজে ব্যাবহার করা ৯ টি মাহেন্দ্র জব্দ করেছে।
শনিবার বিকালে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে আটক বেলাল ও রবিউলকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
প্রশাসন সূত্র জানান, বেশ কয়েক দিন যাবত আটককৃতরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি আবাদি জমির মাটি ইটভাটাসহ বিভিন্ন স্থাপনা নির্মান কাজে ব্যাবহার করার জন্য বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আঃ হালিম।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান বলেন, কৃষিজমি ও সরকারি সড়ক নষ্ট করা যাবে না। এতে করে জনভোগান্তি বৃদ্ধি পাবে ও ফসল উৎপাদন কমে যাবে।
You cannot copy content of this page
Leave a Reply