বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা কৃষক লীগ।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ পার্টি কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা ফটক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়।
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সাদের হোসেন বুলু সমাবেশে সভাপতিত্ব করেন।
উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মেহেদি হাসান স্বপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সরকার, উপজেলা যুবলীগের মানোয়ার মৃধা জনি, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
সভায় শান্তি সমাবেশে নেতাকর্মীদের শতস্ফুর্ত অংশগ্রহণে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply