ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের হাগরাদি গ্রামের কৃষক আলমগীর হোসেনের ১ বিঘা জমির ধান কেটে দিয়েছেন কৃষক লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ৩ টা পর্যন্ত শিকারীপাড়া ইউনিয়নের হাগরাদি গ্রামের আলমগীর নামে এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ ও শিকারীপাড়া ইউনিয়ন কৃষক লীগ নেতৃবৃন্দ। এসময় উপকারভোগী কৃষক আলমগীর হোসেন বলেন, জমির ধান কাটা নিয়ে বেশ কয়েক দিন ধরে চিন্তায় ছিলাম। বিষয়টি ইউনিয়ন কৃষক লীগ নেতৃবৃন্দকে জানালে তারা বলেন, মঙ্গলবার কৃষক লীগ নেতাকর্মীরা তার ধান কেটে বাড়ি পৌঁছে দিবে। তারা আমার ১ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের মঙ্গল করেন। এ বিষয়ে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি , সাধারণ সম্পাদকের নির্দেশে কৃষক লীগের নেতাকর্মীরা সারাদেশেই কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষি শ্রমিক সংকটের কারনে কোন কৃষকের ধান কাটার সমস্যা হলে,এ বিষয়ে স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীকে অবহিত করলে, কৃষক লীগ নেতাকর্মীরা অবশ্যই কৃষককে সহযোগীতা করবে। এ সময় উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা মোঃ আইজদ্দিন, শ্রী সুকুমার বর্মণ, শ্রী সুদেব, সজল বর্মণসহ স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীরা।
You cannot copy content of this page
Leave a Reply