ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইয়াবাসহ হাসিবুল হোসেন শান্ত (২৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আগলা পোষ্ট অফিসের সামনে থেকে পেশাদার মাদক ব্যবসায়ী হাসিবুল হোসেন শান্তকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত হাসিবুল হোসেন শান্তর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply