সারাদেশে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ১৩০০ শাখা-উপশাখায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘বৃক্ষ হোক জীবনের ছায়া সঙ্গী’ এ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার গালিমপুর উপশাখার উদ্যোগে ইছামতি ডিগ্রী কলেজ, গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর অগ্রণী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের নবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক দেবদাস দত্ত।
আরো উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রী কলেজের প্রধান শিক্ষক ইকবাল হাওলাদার, গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস , গোবিন্দপুর অগ্রণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ইসলাম, গালিমপুর উপশাখার অফিসার ইনচার্জ বায়জিদ হোসেন, গালিমপুর উপশাখার মার্কেটিং অফিসার ইমরান হোসেন, কাউসার আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply