নবাবগঞ্জ উপজেলায় বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি জমি দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা মৌজায় মাঝিরকান্দা বাস্ট্যান্ড সংলগ্ন ১নং খাস খতিয়ানভুক্ত সরকারি জমিতে পার্শ্ববর্তী দোহার উপজেলার কামাল হোসেন এবং মো. ফারুক অবৈধভাবে দখল করে পাঁকা দোকান ঘর নির্মাণ কাজ করছিলেন। স্থানীয়ভাবে সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম সরকারি সার্ভেয়ার মো. মনির হোসেনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাপ দেখে সরকারি জমি ও ব্যক্তি মালিকানা জমি নির্ধারণ করে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে ৫ শতাংশ জমি উদ্ধার করা হয়। সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ না করার জন্য এলাকাবাসীকে সচেতন করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, উপজেলায় সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply