ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা বান্দুরা এলজিইডি সড়কের দুপাশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো গাছ অপরিকল্পিতভাবে কাটা হচ্ছে। মঙ্গলবার দুপুরে এ সড়কে গাছ কাটতে দেখা গেছে। এ সড়কে কয়েকশ একই বয়সি গাছ থাকলেও মাত্র ১৪টি ইউক্যালিপটাস গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছে ঢাকা বন বিভাগ। এলাকার মানুষের প্রশ্ন- কার স্বার্থে মাঝখান থেকে শুধু ১৪টি বড় আকারের ইউক্যালিপটাস গাছ পানির দরে বিক্রি করা হয়েছে? ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রাজু বলেন, আমি ওই ১৪টি গাছ ২ লাখ ৮১ হাজার ৫৪৪ টাকা ৭৫ পয়সা মূল্যে সামাজিক বনায়ন ঢাকা বন বিভাগের অফিসের অধীনে টেন্ডারের মাধ্যমে কিনেছি।এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।বাংলাদেশ থান্ডারস অ্যাওয়ারনেস ফোরামের সাধারণ সম্পাদক রাশেম মোল্লা বলেন, মাঝিরকান্দা থেকে বান্দুরা পর্যন্ত এ তিন কিলোমিটার সড়কে একই বয়সি অন্যান্য গাছ আছে। সেগুলো বিক্রি না করে শুধু বেশি মুনাফার জন্য পরিবেশ বিপর্যয় করে মাঝখান থেকে ১৪টি গাছ বিক্রি করা কোনো যুক্তি হতে পারে না। এরকম অপরিকল্পিতভাবে গাছ না কাটার আহ্বান জানান তিনি।
You cannot copy content of this page
Leave a Reply