ঢাকার নবাবগঞ্জের আগলা ইউনিয়নের ছাতিয়া ৫ নং ওয়ার্ডের ঈদগাহ্ কবরস্থানের রাস্তাটির বর্তমানে বেহাল অবস্থা। প্রায় আধা কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানা খন্ড। বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে রাস্তাটি। যেন দেখার কেউ নেই। সরজমিনে গিয়ে জানা যায় আগলা ইউনিয়নের ছাতিয়া ৫ নং ওয়ার্ডের খাড়াহাটি থেকে কবরস্থান পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এ রাস্তায় চলাচলকারীসহ স্থানীয় বাসিন্দাদের। এই রাস্তাটির প্রধান যানবাহন হচ্ছে ব্যাটারিচালিত রিক্সা ও অটো রিক্সা রাস্তাটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়তই সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা স্কুল-কলেজে যেতে সমস্যায় পড়ছেন কমোলমতি শিক্ষার্থীরা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে আমরা পায়ে হেটে বা রিক্সা দিয়ে যাতায়াত করতে পারিনা। একটু বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা বর্তমান উন্নয়ন বান্ধব সরকার এবং স্থানীয় এমপির কাছে অতি দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য আবেদন জানাই।
ছাতিয়া ৫ নং ওয়ার্ড মেম্বার তৈয়বুর রহমান জানান ছাতিয়া মোহনপুর এর জন্য এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। বর্তমানে রাস্তাটির অবস্থা খুবই খারাপ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে বেশ কয়েকবার কথা বলেছি ইঞ্জিনিয়ারের লোক এসে মাপ নিয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন টেন্ডারের অপেক্ষায় আছি হলে কাজ শুরু হবে।
আগলা ইউনিয়নের চেয়ারম্যান শিরিন চৌধুরী জানান বেশ কয়েক বছর আগে এই রাস্তাটি অর্ধেক কাজ করে কন্টাকদার পলাই গেছেন।নতুন করে এই রাস্তাটির টেন্ডার জমা দেওয়া আছে সবকিছু ঠিক থাকলে নির্বাচনের আগেই কাজ ধরা হবে।
You cannot copy content of this page
Leave a Reply