ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নাসির উদ্দীন বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. ঘালিম বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কৈলাইলের নাসিউদ্দিন বেকারিতে নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বেকারিটিকে স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স গ্রহণ করা জন্য নিদের্শ দেয়া হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, ভবিষ্যতেও ভেজাল খাদ্য বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply