ঢাকার দোহারের ধীতপুরে একই পরিবারের ৫ জনকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় আল-আমিন (৩০) নামের আরও ১ জন আসামিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
গ্রেফতারকৃত আল-আমিন দক্ষিণ শিমুলিয়া তালপট্টি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
গতকাল রাতে অভিযানা চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে দোহার সার্কেলের পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এর আগেও ২ জন আসামি গ্রেফতার করা হয় এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথার স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
You cannot copy content of this page
Leave a Reply