ঢাকার দোহারের দোহার বাজারে মা-মনি জুয়েলার্সে দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে দোকান মালিক জয় পাল বাড়িতে চলে যায়। শনিবার সকালে পাশের ব্যবসায়ীরা দোকানের ভেতরে সব এলোমেলো দেখে বাজার কমিটিকে খবর দেয়। পরে বিষয়টি দোহার থানা পুলিশকে জানালে দ্রত ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
মা-মনি জুয়েলার্সের মালিক জয় পাল জানান, পাশের একটি ফার্মেসীর দোকানের ভেন্টিলেটার দিয়ে চোরেরা প্রবেশ করে তার দোকানের সিন্দুক ভেঙ্গে প্রয় ২৫ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আশরাফুল আলম ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল।
এবিষয়ে দোহার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আশরাফুল আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সাথে জরিতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
You cannot copy content of this page
Leave a Reply