ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জয়পাড়ায় দোহার প্রেসক্লাব প্রাঙ্গনে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ২৭ লাখ টাকা ব্যয়ে নতুন এ ভবনটির উদ্বোধন করা হয়।
দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, ঢাকা জেলা পরিষদের প্রকৌশলি আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন আহমেদ, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অলি রহমান, মাহবুবুর রহমান টিপু, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.শাহজাহান, এনটিভির সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার পারভেজ, একাত্তর টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইসলাম, সাবেক ছাত্রনেতা মোক্তার হোসেন, মোশাররফ হোসেন সহ আরও অনেকে।
You cannot copy content of this page
Leave a Reply