ঢাকার দোহার ও নবাবগঞ্জে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি শেখ আনার কলি পুতুলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শনিবার (৮মার্চ) দুপুরে প্রথমে তিনি নিজ জন্মস্থান ঢাকার দোহারে আসেন। এসময় নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে শেখ আনার কলি পুতুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানকে ধন্যবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে সাংবাদিকদের জানান। পরে তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদে যান। সেখানে উপস্থিত নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহিম খলিল, এম.এ বারী বাবুল মোল্লা, হুমায়ন কবির সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
You cannot copy content of this page
Leave a Reply