ঢাকার দোহার-নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় ট্রাফিকের দায়িত্ব ও পরিষ্কার পরিচ্ছন্নতা করছে আন্দোলনরত ছাত্রছাত্রীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় ছাত্রছাত্রীরা জানান, বর্তমানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশের জানমাল রক্ষা রাস্তাঘাট পরিষ্কার ও শৃঙ্খলা পরিচালনা করা দায়িত্ব তারা স্বেচ্ছায় নিয়েছেন।যতদিন দেশ স্বাভাবিক না হবে ততদিন তারা এই মহান দায়িত্ব পালন করে যাবেন।
নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বর, উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা ফিরে না আসবে ততদিন পর্যন্ত তারা স্বেচ্ছায় এই মহান দায়িত্ব পালন করে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন তারাও রাস্তাঘাট পরিষ্কার ও ট্রাফিকের দায়িত্ব পালন করেন।
সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ শিক্ষার্থী ফাতেমা আক্তার, হোসেনা আরা, আরিফ খান, নুসরাত ইসলাম, নবাবগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়েশা তাবাসুম, জান্নাতুল ফেরদৌস জুঁই, মাইলস্টোন কলেজের নিশাত আক্তার, যুবরাজ আহমেদ, সাজ্জাদ হোসেন রনি উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply