দোহার-নবাবগঞ্জের ৮০০০ অসহায় পরিবার পাচ্ছেন ঈদ উপহার
ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় দুঃস্থ, অসহায় ও গরীব ৮ হাজার পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি’র ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে দুঃস্থ, অসহায় ও গরীব পরিবারের মাঝে এ খাদ্য-সামগ্রী বিতরণ করা হচ্ছে।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- চিনিগুড়া চাউল, সেমাই, নুডুলস, চিনি ও সয়াবিন তৈল। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে উদ্যোগী হয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতি ইউনিয়নের জন্য ৩ শত পরিবারের ৩ শত নারী/পুরুষ এর তালিকা প্রস্তুত করা হয়েছে। যাতে তালিকা তৈরিতে কোনো প্রকার অনিয়ম না হয়।
ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি’র নিজস্ব অর্থয়ানে পরিচালিত ফজলুর রহমান ফাউন্ডেশন এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি মহোদয় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দোহার-নবাবগঞ্জ উপজেলার অভাবগ্রস্ত অসহায় ৮ হাজার পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ঈদ উপহার হিসেবে এইসব পণ্য প্রত্যেক পরিবারের কিছুটা হলেও উপকারে আসবে বলে আশা রাখি।
You cannot copy content of this page
Leave a Reply