ঢাকার দোহারে থানার ভেতর শালিস বসানো সেই এস আইয়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভংগের কারন দেখিয়ে সাধারণ ডায়েরি করেছেন দোহার থানার ওসি।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে দোহার থানার ওসি হারুন অর রশিদ জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এস আই মিন্টু লষ্কর নবাবগঞ্জের মৃধাকান্দা গ্রামের বাদি করম আলী ভুইয়া (৭৫) ও দোহারের উত্তর ইউসুফপুর গ্রামের মোতালেবের মেয়ে বিবাদী মাসুমার (২০) পারিবারিক বিষয়ের অভিযোগের ভিত্তিতে থানার ভেতর গোলঘরে শালিসির আয়োজন করেন।পরে বিকেল ৫টার দিকে শালিসে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। থানায় শালিসির বিষয়টি ওসিকে জানাননি এস আই মিন্টু লষ্কর। থানার চত্তরে সালিশি বিচারে কথা-কাটাকাটি ও মারামারি ঘটনা থানা পুলিশের জন্য চরম শৃঙ্খলা ভংগের শামিল। এস আই মিন্টু লষ্করের এমন কর্মকাণ্ড পুলিশ বাহিনীর নিয়ম শৃঙ্খলার পরিপন্থী। ফলে বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তাকে জানিয়ে দোহার থানার ওসির নির্দেশে ডায়েরিতে নোট করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে দোহার থানায় একটি বিবাহ বিচ্ছেদের শালিস বসে। এতে দোহারের রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ছেলে পক্ষের অবস্থান নিয়ে মেয়ের বাবা ও চাচাকে মারধর করেন। পরে মারামারির শব্দ শুনে দোহার থানার ওসি তদন্ত আজহার ইসলাম তার অফিস রুম থেকে বেরিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সবাইকে থানা থেকে বের করে দেন।
You cannot copy content of this page
Leave a Reply