ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে ডাকাতির ঘটানায় ৮ ডাকাতকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দোহার উপজেলা দক্ষিণ দেবীনগর গ্রামের হানিফ চোকদারের ছেলে সুজন চোকদার (২০), কুলছড়ি গ্রামের দাদন চোকদারের ছেলে রাকিব চোকদার (২০), দক্ষিণ রাধানগর গ্রামের লিটনের ছেলে ইমন শেখ (২০), দক্ষিণ দেবীনগর গ্রামের মো. জাহান আলীর ছেলে জাহিদ বেপারী (২৮), দক্ষিণ রাধা নগর গ্রামের শেখ লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩২), একই গ্রামের বজলু বেপারীর ছেলে শাকিল বেপারী (২০), উত্তর দেবী নগর গ্রামের মধু বেপারীর ছেলে সুরুজ মিয়া (৩৪), চর কুশাই গ্রামের শামচু চোকদারের ছেলে নাজমুল চোকদার (২৫)।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অরÑরশিদ জানান, গত ১৮ নভেম্বর রাত আড়াইটার দিকে বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ রাধা নগর গ্রামের ছন্দু মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ছন্দু মোল্লা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা করেন। সেই মামলায় গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা ৮ জন ডাকাতকে আটক করি। বুধবার সকালে আদালতে হাজির করে আমরা ৭ দিনের রিমান্ড প্রার্থনা করি। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply