ঢাকার দোহারে ২ বেকারীকে ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ মে) দুপুরে উপজেলার ইকরাশী বাজার ও জয়পাড়া থানার মোড় এলাকায় বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারী নামক ২টি বেকারীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদব্য উৎপাদন ও বিপণন, অননুমোদিত রং ব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা, লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই’র লোগো ব্যবহার, ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র পরিদর্শক সিরাজাম মুনীরা, দোহার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বাস্থ্য রক্ষায় দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply