ঢাকার দোহারে চন্দ্রবান বেগম (৪৩) নামের এক নারীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে তার স্বামী আলী হোসেন।
আহত চন্দ্রবান বেগম নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের আলালপুর গ্রামের মো. সামসুদ্দিনের মেয়ে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলী হোসেন উত্তর জয়পাড়া চৌধুরী পাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত আলী হোসেন। এ ঘটনায় আহত চন্দ্রবান বেগমের পিতা মো. সামসুদ্দিন বাদি হয়ে দোহার থানায় একটি অভিযোগ করেছেন।
আহত চন্দ্রবান বেগম বলেন, আমার কোন সন্তান না হওয়ায় একটি ছেলে ও একটি মেয়ে পালতে এনেছি আমি। স্বামী আমার পালিত মেয়ে আলোকে কু-নজরে দেখত। তাই মেয়েকে বাড়িতে না রেখে মেঘুলা মাদ্রাসায় রেখে পড়াই। গতকাল মেয়ে বাড়িতে আসলে রাতে আমার স্বামী তার নোংরা মানষিকতার কাজ করতে চায় আমার মেয়ের সাথে। এতে আমি বাধা দিলে ভোর ৫টার দিকে আমাকে রামদা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার এস আই হাচান বলেন, এ ঘটনায় আহতের পিতা সামসুদ্দিন বাদি হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply