ঢাকার দোহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার পূর্ব লটাখোলায় ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শফিকুল তালুকদারের আয়োজনে তার নিজ বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোহার পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক
সাজ্জাদ হোসেন সুরুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ হোসেন খান, আওয়ামীলীগ নেতা মো. সালাহউদ্দিন, শওকত খান, আওলাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, রফিক তালুকদার, পৌর কাউন্সিলর শুকুর বেপারী, হুমায়ুন আহমেদ সহ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
You cannot copy content of this page
Leave a Reply