ঢাকার দোহারে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে ১০ দিন করা কারাদন্ড প্রদান করেছে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খানের ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৭টায় দোহারের পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার সময় ৪ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ২লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে আটককৃত জেলেদের ১০ দিনের কারাদন্ড প্রদান করেন আদালত এবং জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলম ও কুতুবপুর নৌ পুলিশ ফাড়ির একটি দল।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান চলবে।
Leave a Reply