ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬মার্চ) সকালে বাজার মনিটরিং করতে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান।
এ সময় অত্যাধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়, রসিদ/ভাউচার সংরক্ষণ না করা, পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে কৃষি বিপণন আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় ৫ জনকে সর্বমোট আট হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদাত পরিচালনায় সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, ও দোহার থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে নিবার্হী ম্যাজিসস্ট্রেট মামুন খান বলেন, সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণে দোহার উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply