ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।
এ সময় উপজেলার জয়পাড়া কলেজ মোড় এবং ঢাকা-দোহার সড়কে অবৈধভাবে ফুটপাত দখল, গণউপদ্রব সংঘটন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালানো, বেপরোয়াভাবে মোটরযান চালনা, যত্রতত্র পার্কিং, যথাযথভাবে হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ১৩ জন ব্যক্তিকে একত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply