ঢাকার দোহারে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মো. জাহিদুল ইসলাম (২৭) নামের একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত জাহিদুল উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকার মজিবর রহমানের ছেলে।
শুক্রবার সকালে দোহার থানায় এক প্রেস বিফিং এ দোহার সার্কেলের এ এস পি আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২০ জুলাই) বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে দোহার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ জাহিদুলকে আটক করে। শুক্রবার সকালে তাকে অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
You cannot copy content of this page
Leave a Reply