ঢাকার দোহার উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব উপজেলার জয়পাড়া স্বাধীনতা চত্তর এলাকায় উপজেলা বিএনপি’র আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, পৃথিবীর ইতিহাসে ছাত্র আন্দোলন কখনও ব্যর্থ হয় নাই। বাংলার মানুষ আজ মুক্ত। এ স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের।
তিনি বলেন, ছাত্র-জনতার রোষানলে পড়ে খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। সেইসাথে পালিয়েছে তার দোসররা। পৃথিবী দেখেছে ক্ষমতা ধরে রাখার জন্য হাসিনা ও তার দোসররা কিভাবে আমাদের সন্তান সমতুল্য শিক্ষার্থী ও জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে।
তিনি আরো বলেন, অগণতান্ত্রিক পন্থায় দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও পৌর মেয়র আলমাছ উদ্দিন তার গুণ্ডা বাহিনী দিয়ে আমাদের ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছে। সেই গুলিকে তারা ভয় না পেয়ে জীবনবাজি রেখে স্বৈরাচারের দলকে দোহার-নবাবগঞ্জ থেকে উৎখাত করেছে। এ ছাড়াও তিনি আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার, জুলুম ও হামলা চালিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে জেল খাটিয়েছেন। আমরা তা ভুলি নাই।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ও আন্দোলনে নিহতদের জন্য উপজেলার হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায় তাদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করে বলে জানা যায়।
এর আগে গত ১৪ ও ১৫ আগস্ট দোহারে গণহত্যার বিচার দাবি করে বিএনপি ও তার অঙ্গসংগঠন দুই দিনের অবস্থান কর্মসূচি পালন করে।
মিলাদ ও দোয়া মাহফিলে এ সময়ে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম মেছের, সাধারণ-সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ-সম্পাদক মহসীন উদ্দিন খান মাসুম, মহিলা নেত্রী ও দোহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, মোশারফ হোসেন, জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান বেপারী, মো. জুলহাস উদ্দিন প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply