ঢাকার দোহার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। (৬জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলার খালপাড় তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরী পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে আবু বকর (১১) তার মামা সাইদের সাথে ফুটবল খেলতে যায় তিন দোকান সেলিম বাবুর্চির বাড়ির পাশের একটি খোলা স্থানে। খেলার এক পর্যায়ে আক্কাস আলীর ছেলে সিয়ামের (১৫) সাথে শরীরে বল লাগাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সিয়াম ও তার বন্ধুরা মিলে আবু বকর ও সাইদকে মারধর করে।
খবর পেয়ে আবু বকরের নানা মজিদ বাবুর্চি সেখানে গিয়ে ছেলে সাইদ ও নাতি আবু বকরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে ওইদিন বিকেলে সিয়ামের নানা ধোপা ঈমান মজিদ বাবুর্চিকে বাজারে ডেকে নিয়ে মারধর ও মামলার হুমকি দেয়।
পরের দিন শুক্রবার রাত ৯টার দিকে সিয়াম, আপন, সাদেক, সাইফুল, আক্কাস সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মজিদ বাবুর্চিকে তার নিজ বাড়ির সামনে হামলা করে ২০,৫০০ টাকা ছিনিয়ে পলিয়ে যায় বলে অভিযোগ করেন মজিদ বাবুর্চি।
এ সময় এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে মজিদকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে আবারও হামলার ভয়ে ঘরছেড়ে আতœীয়ে বাড়িতে অবস্থান করছেন মজিদ বাবুর্চি ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় মজিদের স্ত্রী জাহানারা বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে দোহার থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত ধোপা ইমান বলেন, আমার নাতিকে মজিদ ও তার নাতি আবু বকর মিলে মারধর করেছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ন মিথ্যা। আমার মেয়ে সিয়ামের মা সালমা বাদি হয়ে মজিদ সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
দোহার থানার এস আই কুদ্দুস জানান, এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply