ঢাকার দোহারে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে দোহার পৌর এলাকার দুর্গা মন্দিরেগুলোতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার দোহার পৌরসভা অডিটোরিয়ামে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। দোহার পৌরসভার মেয়র মো. আলমাস উদ্দিনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম শুকুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভার সচিব নাসরিন জাহান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও পৌর এলাকার বিভিন্ন দুর্গা মন্দিরের প্রতিনিধিগন। এ সময় অনুষ্ঠানে আগত অতিথরা দুর্গা মন্দিরের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান প্রদান করেন।
You cannot copy content of this page
Leave a Reply