ঢাকার দোহারে পুলিশ পরিচয়ে আরাফাত হোসেন (১৯) নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আরাফাত হোসেন উপজেলার দোহার খালপাড় গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। এ ঘটনায় আরাফাত হোসেন বাদী হয়ে দোহার থানায় মামলা করেছেন।
আরাফাত হোসেন বলেন, গত ২২ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৭টায় আমি আমার এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল নিয়ে ইট কেনার জন্য উপজেলার ডাইয়ারকুম পিবিএফ ইট ভাটায় যাই। এমন সময় পুলিশের পোশাক পড়া ১ জন সহ ৩ ব্যক্তি আমাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করে। তারা আমার হেলমেট আছে কিনা জানতে চায়। আমি বলি হেলমেট বাসায় আছে। তারা বাসায় যেতে যায়। বাসায় আসার সময় বানাঘাটা পূর্ব পাওয়ার হাউজের সামনে আসলে তারা হঠাৎ মোটরসাইকেলে থেকে আমাকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার মোটরসাইকেল নিয়ে নিকড়ার দিকে চলে যায়। পরে আমি বাসায় ফিরে পরিবারের লোকদের জানিয়ে থানায় গিয়ে মামলা করি।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply