ঢাকার দোহারের বিভিন্ন স্থানে মঙ্গলবার অবৈধ পার্কিং বন্ধ, ফুটপাতে দোকান উচ্ছেদ ও পরিবহণ আইনে জরিমানা করেছেন দোহার সার্কেল সিনিয়র এএসপি মো. আশরাফুল আলম। জয়পাড়া বাজার ও মৈনটঘাট এলাকায় পবিত্র রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ পার্কিং ও গাড়ির কাগজপত্র না থাকায় ১১টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।এছাড়া রাস্তা ও ফুটপাতের ওপর থেকে সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
মৈনটঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বেপরোয়া গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় দিিট বালুবাহী ট্রাক ও একটি মহিন্দ্রাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, দোহারের মানুষের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply