ঢাকার দোহারে রাস্তা নির্মাণে নিুমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান গাজী এন্টারপ্রাইজ উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর খ্রিষ্টানপাড়া ক্লাবঘর হতে ইমামনগর গাডার ব্রিজ পর্যন্ত ৮৪ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করছেন।
নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন মুখে কুলুপ এঁটে আছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিবিএফ, একতা ও এনডিবি নামে তিনটি কোম্পানির ইট ব্যবহার করা হচ্ছে রাস্তা নির্মাণে। যার মধ্যে একতা ও এনডিবি কোম্পানির বেশির ভাগ ইট নিুমানের। আর এসব নিুমানের ইট প্রকাশ্যেই ব্যবহার করছেন রাস্তা নির্মাণে। তবে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে রাস্তায় ব্যবহার করা ইট বালু ছিটিয়ে ঢেকে ফেলতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা লালচান ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এ পথে ট্রাক বা অন্য যানবাহন যাতায়াত করলে অল্প কয়েকদিনের মধ্যে রাস্তাটির অস্তিত্ব থাকবে না।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান গাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি নিুমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে বলেন, কিছু ইট নিুমানের ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সুত্রঃ যুগান্তর।
You cannot copy content of this page
Leave a Reply