ঢাকার দোহারে দুর্বৃত্তের হামলায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন পালামগঞ্জ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আব্দুল হালিম বেপারী (৫৫) এবং হাতুর পাড়া গ্রামের আবু বকরের ছেলে শ্যামল (৩৫)।
আহত হালিমের বোন লুৎফা বেগম জানান, বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতে হালিমের দোকানে ৪-৫ জন যুবক চা খেতে আসেন। চা খাওয়া শেষে টাকা না দিয়েই চলে যেতে চান তারা। এ সময় হালিম টাকা চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটারকাটির একপর্যায়ে ওই যুবকেরা চা দোকানী হালিমের উপর চড়াও হয়। এ সময় তারা হালিমকে এরপাথারি কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তারা দোকানে থাকা গ্যাস সিলিন্ডার দিয়ে হালিমের মাথায় সজোরে আঘাত করে। এ সময় হালিমের চিৎকার শুনে বাজারের পাহারাদার শ্যামল এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে হালিম রাজধানীর সিটি কেয়ার হসপিটালের আইসিইতে ভর্তি আছেন।
এ ব্যাপারে দোহার থানার ওসি হারুনুর রশিদ জানান ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
You cannot copy content of this page
Leave a Reply