ঢাকার দোহার উপজেলায় এশিয়া ব্রিকস এবং জয়পাড়া ব্রিকস নামের দুটি ইটভাটাকে দুই লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।
এ সময় উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইউসুফপুর খাল পাড় এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে কাঁচামাল হিসেবে ইট ভাটায় ব্যবহার, ইটের কাঁচামাল হিসেবে মাটির যথেচ্ছ ব্যবহার, গ্রামীণ সড়ক ব্যবহার করে ভারী যানবাহন দ্বারা ইট ও কাঁচামাল পরিবহন, জ্বালানি কাঠ ব্যবহার, লাইসেন্সের শর্ত লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এশিয়া ব্রিকস এবং জয়পাড়া ব্রিকস নামক ২টি ইটভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply