ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে মোটরসাইকেল পার্কিং নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুরুজ মোল্লা, সুজন, শুভ ও জামিল নামের ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে সুজন ও জামিলকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, জয়পাড়া বাজারের এমব্রেলা শপিংমলের সামনে সুরুজ নামের এক যুবক মটরসাইকেল পাকিং করে। এ নিয়ে শপিংমলের বিক্রয়কর্মীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শপিংমল কর্তৃপক্ষ ,বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদার বিষয়টি মীমাংসার জন্য বসলে সেখানে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।
আহতদের মধ্যে জামিল ও সুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি অভিযোগ করে বলেন, মটরসাইকেল পার্কিং নিয়ে দ্বন্দের ঘটনায় রাশেদ চোকদারের নির্দেশে বাজারের ব্যবসায়ীসহ আরও বেশ কয়েকজনকে মারধর করেছে তার লোকজন।
এ বিষয়ে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, বিলাসপুরের একটি ছেলেকে মারধরের ঘটনায় মীমাংসার জন্য আমি জয়পাড়া বাজারে যাই। সেখানে দেলোয়ার মাঝির নির্দেশে আমাদের উপর হামলা করা হয়।
এ দিকে ঘটনার শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায় দোহার থানা পুলিশ। একপর্যায়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারা। এসময় প্রায় দুই ঘন্টা বাজারের সকল দোকানপাট বন্ধ রাখা হয়।
ঘটনার পর জয়পাড়া বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন ও পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন। এসময় সকল ব্যাবসায়ীদের দোকান খোলা রাখার নির্দেশ দেন তারা।
এ বিষয়ে দোহার থানা ওসি মো. হারুন অর রশিদ বলেন, আমরা সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় জয়পাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
এ ঘটনায় জয়পাড়া বাজারে ধমধমে পরিস্থিতি বিরাজ করছে।
You cannot copy content of this page
Leave a Reply