ঢাকার দোহার উপজেলার নুরপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও থানা পুলিশ।
দোহার ফায়ার সার্ভিস ইষ্টেশন মাষ্টার তামিম হাওলাদার বলেন, ঘাটা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে আমাদের দোহার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আগুন দেওয়া ও নানা ঘটনার খবর আমরা জানতে পারি দোহারে ঘটনাটি এরকম একটা কিছু হতে পারে বলে জানায় তারা।
এ বিষয়ে দোহার সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, সংবাদ পাওয়ার পর দোহার থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশ বাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page
Leave a Reply