ঢাকার দোহার উপজেলায় মানব পাচার ও জাল ভিসা দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক নারী। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার দোহার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের সিমা আক্তার (৪৫) নামে ভুক্তভোগী ওই নারী একই গ্রামের নুরুল ইসলামের ছেলে শেখ রাসেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
সিমা আক্তার বলেন, আমার ছেলে সোহানকে ও আমার ভাইয়ের ছেলে ঝিলুকে বিদেশে পাঠানোর জন্য শেখ রাসেল ও তার স্ত্রী ইতির কাছে ২০২৩ ও ২০২৪ সালে ধারদেনা করে পাঁচ লক্ষ টাকা দেই। রাসেল আমার ছেলের জন্য ভিসাও দেয়। কিন্তু চেক করে জানতে পারি ভিসাটি জাল। তার স্ত্রী ইতির কাছে এ ব্যাপারে অভিযোগ করলে তিনিও আমাদের সহযোগিতা না করে উলটো হুমকি ধামকি দিচ্ছেন ও স্থানীয় বিএনপির এক নেতার নাম ভাঙিয়ে আমাদের ভয়-ভীতি দেখাচ্ছেন।
তিনি জানান, বিভিন্ন স্থান থেকে ধারদেনা করে এ টাকা আমি রাসেলকে দেই। এখনো সেই ধারদেনা ও কিস্তির টাকা আমাকে পরিশোধ করতে হচ্ছে। কিস্তির লোকজন এবং পাওনাদাররা টাকার জন্য আমার বাড়ি থেকে ঘর তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করছেন। এই টাকা ফেরত পাওয়ার জন্য আমি গত ১৭ মার্চ থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু এতেও কোনো সুরাহা হয়নি। এখন এই টাকা ফেরত পাওয়ার জন্য আমি দ্বারে দ্বারে ঘুরছি।
You cannot copy content of this page
Leave a Reply