‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ – এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার দোহার উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- দোহার পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, পাপেল মাহমুদ নিজাম, মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন প্রমুখ।
Leave a Reply