“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে জাতীয় বীমা দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পরে পুনরায় উপজেলা পরিষদের এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও প্রতিপাদ্য বিষয় নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান নাসির আহমেদ সহ আরও অনেকে।
You cannot copy content of this page
Leave a Reply