ঢাকার দোহারে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জাতীয় পার্টির ২ সমর্থককে আটক করেছে এলাকাবাসী।
জানা যায়, শনিবার রাত আনুমানিক পৌনে ৮টায় দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় ঢাকা-১ আসনে লাঙ্গল প্রতিকের প্রার্থী সালমা ইসলামের পক্ষে ভোট কেনার সময় তার দুই সমর্থকে হাতেনাতে আটক করে এলাকাবাসি। এঘটনার পর দোহার থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিক সাহা ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন তাদেরকে পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এসময় তারা টাকা নিয়ে ভোট কেনার কথা স্বীকার করেছেন বলে জানান স্থানীয়রা।
আটককৃতরা হলেন নবাবগঞ্জের, চূড়াইন মড়িচপট্টি এলাকার বাসিন্দা যমুনা গ্রুপের কর্মচারী শাহ জামাল (৩৫) ও মুকসুদপুরের মৌড়া এলাকার বাসিন্দা ইউনিয়ন জাতীয়পার্টির সাবেক যুগ্ম আহবায়ক লোকমান হোসেন।
এব্যাপারে ঢাকা-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর আমি ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে ঢাকা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম বলেন, আগামীকালের ভোট দিন কেন্দ্রে নেতাকর্মীদের কিছু খরচ থাকে, ওরা সেটাই দিতে গিয়েছিল।তখন ওদের আটক করেছে আওয়ামী লীগের লোকজন। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ মিথ্যা।
You cannot copy content of this page
Leave a Reply