ঢাকার দোহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরশাদ হোসেন নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে গুরুত্বর জখম করেছে চর জয়পাড়া গ্রামের বাদশাহ মিয়ার ছেলে শামীম।
আহত ইজিবাইক চালক এরশাদ লটাখোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
প্রতক্ষদর্শীদের সূত্রে জানা যায়, (১৬ মে) মঙ্গলবার বিকেলে উপজেলার জয়পাড়া ওয়ান ব্যাংক মোরে এরশাদের ইজিবাইকে উঠে শামীম নবাবগঞ্জ যাওয়ার কথা বলে। কিন্তু ইজিবাইক চালক এরশাদ একজন যাত্রী নিয়ে নবাবগঞ্জ যেতে অসম্মতি জানালে শামিম উত্তেজিত হয়ে ইজিবাইক এরশাদকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। অবস্থার বেগতিক দেখে শামীম সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনার পর ইজিবাইক চালক এরশাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপরে অভিযুক্ত শামীমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইজিবাইক চালক আহত এরশাদ বলেন,“আমি দিন আনি দিন খাই, একজন যাত্রী নিয়ে নবাবগঞ্জ গেলে লস হয় তাই বলেছিলাম একা যাবো না। বলার সাথে সাথেই শামীম গাড়ি থেকে নেমেই মারতে থাকে। এক পর্যায়ে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। আমি এর বিচার চাই।”
দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
You cannot copy content of this page
Leave a Reply