“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির আয়োজনে শনিবার বিকেলে উপজেলার লটাখোলা নতুন বাজারে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনিকা ইয়াসমিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রাহিম শিলা। বিশেষ অতিথি ছিলেন জয়পাড়া কলেজের সহকারী অধ্যাপক নাসরিন খানম আলফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সহ-সভাপতি বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদিকা তানিশা ইসলাম নিলা,সহ-সম্পাদিকা সাহিদা আক্তার, সদস্য সুরাইয়া তাসনিম সহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সভাপতি সাবিহা তানজিম।
You cannot copy content of this page
Leave a Reply