ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে রাকিব দেওয়ান নামের এক ব্যক্তিকে ষাট হাজার টাকা অর্থদন্ড করেছে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত রাকিব দেওয়ান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ি চক এলাকায় অভিযান পরিচালনা করে রাকিব দেওয়ান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে ফসিল জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ষাট হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ফসলি জমি রক্ষায় আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ফসিল জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে কাউকেই ছাড় দেয়া হবে না।
You cannot copy content of this page
Leave a Reply