ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার নারিশা পশ্চিম চর গ্রামের মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুবলী ব্রিজের ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।
আহত রাতুলের মা রিমি আক্তার জানান, বুধবার রাতে দিকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল যোগে আমার ছেলে রাতুল ও মেহেদী বাড়ি ফিরছিলো। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে তাদেরকে লক্ষ্য করে পেছন দিক থেকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আটক করতে আমাদের অভিযান চলছে।
You cannot copy content of this page
Leave a Reply