ঢাকার দোহারে পানিতে ডুবে মো. জুবায়ের নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্যাঙ্গারচক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবায়ের ব্যাঙ্গারচক এলাকার মো. জুলহাস এর ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে জুবায়ের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তার মা জুবায়েরকে দেখতে না পেরে খোঁজাখুজি শুরু করেন। এরপর প্রায় দেড় ঘন্টা পর দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
You cannot copy content of this page
Leave a Reply